
স্টাফ রিপোর্টার: মধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের প্রফেসর আবদুল মান্নান খান বলেছেন সুনাগরিক হতে হলে শিক্ষার্থীদেরকে অধ্যায়নের পাশাপাশি সহ-পাঠক্রমিক কর্মকাণ্ডে মনোনিবেশ করতে হবে। খেলাধুলা মানু্ষের শরীরকে সুস্থ ও সবল রাখে। ছাত্র ও যুবসমাজকে মাদকসক্তি ও অন্যায় কাজ হতে বিরত রাখে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রসমাজকে জ্ঞানার্জনে আত্মনিয়োগ করার আহবান জানান। গাছবাড়ী আইডিয়্যাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।.
.
গাছবাড়ী আইডিয়্যাল ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ আব্দুল মতিন এর সভাপতিত্বে গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজ এর ICT প্রভাষক মো: রোমেন আহমেদ এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গাছবাড়ী আইডিয়্যাল কলেজ বাংলা এর সহকারী অধ্যাপক মঈন উদ্দীন আহমেদ, শিক্ষক দের মধ্যে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান এর প্রভাষক মোহাম্মদ মঈনুল ইসলাম , বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মুমিন চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজ এর সহযোগী অধ্যাপক সাব্বির আহমেদ, সিলেট জজ কোর্ট এর এপিপি এডভোকেট আব্দুছ ছাত্তার, কানাইঘাট উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর নব নির্বাচিত সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন এর চেয়ারম্যান মাষ্টার আবু বক্কর, ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়ন এর চেয়ারম্যান মাষ্টার লুকমান উদ্দীন,কানাইঘাট প্রেসক্লাব এর সদস্য জয়নাল আবেদীন আজাদ, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ কলেজের বার্ষিক ক্রীড়া, ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।. .
ডে-নাইট-নিউজ /
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: